অসীমে চেয়ে থাকা...
দৃষ্টির সীমাবদ্ধতায়
চোখ উপড়ে স্বপ্ন আকাঁ।
অসহায় শরীরে
মহাকালের পথ চলতে
না পারার অক্ষমতা...
করুনার নাটকের মঞ্চে
মূল নায়কের ভূমিকা।
ছোট্ট ঘর, একটা জানালা
মঞ্চসজ্জার পরিব্যপ্তি।
...
...
...
ভালবাসেনি
স্রষ্টা...
...
....
অন্তহীন অপূর্ণতায়
আজ একা
শুধু আমি
...
তবুও খুঁজি
বেওয়ারিশ ভালবাসা
অন্যপথে...
নোনাজলের অতলে
শুন্যতার শুন্যে
ধূসর বিস্বাদে বা
রঙ্গিনস্বপ্নে নয়...
অন্যরকম পথে...
ধ্বংসে।।।
দৃষ্টির সীমাবদ্ধতায়
চোখ উপড়ে স্বপ্ন আকাঁ।
অসহায় শরীরে
মহাকালের পথ চলতে
না পারার অক্ষমতা...
করুনার নাটকের মঞ্চে
মূল নায়কের ভূমিকা।
ছোট্ট ঘর, একটা জানালা
মঞ্চসজ্জার পরিব্যপ্তি।
...
...
...
ভালবাসেনি
স্রষ্টা...
...
....
অন্তহীন অপূর্ণতায়
আজ একা
শুধু আমি
...
তবুও খুঁজি
বেওয়ারিশ ভালবাসা
অন্যপথে...
নোনাজলের অতলে
শুন্যতার শুন্যে
ধূসর বিস্বাদে বা
রঙ্গিনস্বপ্নে নয়...
অন্যরকম পথে...
ধ্বংসে।।।
(INSPIRED BY two songs of ArtCell, 'ধূসর সময়' and 'দুঃখ বিলাস')
3 comments:
পদে পদে মিল খুঁজি
গুনে দেখি চোদ্দ
মনে ভাবি লিখিতেছি
কী ভয়ানক পদ্য
হয় হব ভবপতি, নয় কালিদাস
কবিতার ঘাস খেয়ে চরি বারো মাস!
--সুকুমার রায়
apnr kobita porle mon kharap hoye jai....bhaia...apnr oi valery k niye az prothom alo te Dr>Zafar Iqbal likhechen.
Nice.....
Post a Comment