Thursday, July 5, 2007

একটিই চাওয়া, একটি ভালবাসা

হঠাৎ একটা মিষ্টি গন্ধ পেলাম...ভীষণ রাগ হচ্ছে বাতাসের উপর... ও কেন তোমাকে ছুঁয়ে এলো? তোমার গন্ধ কেন চুরি করলো?... প্রতিটি নিঃশ্বাসে আমি একটু থাকতে চাই...আমার কবিতার প্রতিটি অন্তরায় সজল স্পর্শ...তুমি...অতলস্পর্শী... তোমার ঠোঁট ছুঁয়ে যাওয়া এক একটি শব্দ আমিই শুনতে চাই...বাতাসকে একটুও দেবনা...ওমা তোমার চোখের কোনে জল... আয়না হয়ে আমি থাকবো ঐ লোনাজলে... শুনছো তুমি... অধরা

পরজীবি কোন স্বর্ণলতার
স্বার্থপর চাওয়া নয়,
নয় কোন শুকিয়ে যাওয়া
মানিপ্ল্যান্টের পানি প্রত্যাশা।
অতলস্পর্শী...
শুষ্ক জলে এ কিসের ছোঁয়া?
তৃষ্ণায় আজ অধর রিক্ত
স্পর্শে তুমি করেছো সিক্ত
অধরা...
ভালবাসা কি?
জানো তুমি?...জানি আমি
শুধু তুমি।
স্বপ্ন তুমি চার দেয়ালে
ছোট্ট ঘরে অতল মনে
সমীকরণ বড়ই সরল
রাজি হলো ভালবাসা।
(উৎসর্গঃ তোমাকে... জিপসী তোমার জন্য)

1 comment:

arifmonzur said...

ভালোবেসে ভালো বাসা, খুঁজে পাবো এই আশা
পরিশেষে মিলে এসে, হতাশা আর বাতাসা!